ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রংপুরে মাদক ও টাকাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ১৩ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে মাদক ও টাকাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও নগদ টাকাসহ শাহারুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার সকালে রংপুর মহানগরীর আরকে রোড তাজহাট কলোনী এলাকায় রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

তার কাছ থেকে ৪২৬ পিস ইয়াবা,  আট বোতল ফেন্সিডিল, তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদ হোসেন জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আরকে রোড কলোনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে শাহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আটক ইয়াবার মূল্য ২ লাখ ১৩ হাজার টাকা, ফেন্সিডিল ৮ হাজার এবং মোবাইলের মূল্য ৩০ হাজার টাকা। শাহারুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়।



রাইজিংবিডি/রংপুর/১৩ নভেম্বর ২০১৮/নজরুল মৃধা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়