ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু ৬ মে

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ২৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু ৬ মে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী ৬ মে থেকে রাজধানীসহ সারা দেশে স্বল্প মূল্যে ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুর বিক্রি করবে।

মঙ্গলবার টিসিবির পরিচালক মো. রুহুল আমিন খান বলেন, রমজান মাস উপলক্ষে পণ্য বিক্রি আগামী ৬ মে শুরু হয়ে ঈদুল ফিতর পর্যন্ত চলবে। সারা দেশে ২ হাজার ৭৮৪ জন ডিলার এবং ১৮৭টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রত্যেক ডিলার তিন কিস্তিতে সব পণ্য পাবেন।

টিসিবির পরিচালক বলেন, সারা দেশে ১০টি খুচরা বিক্রয় কেন্দ্র থেকে এ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা শহরে তিনটি, বাকি সাতটি বিভাগীয় শহরগুলোতে।

তিনি আরো বলেন, ট্রাকে করে ঢাকায় ৩৫টি স্থানে, চট্টগ্রামে ১০টি স্থানে, প্রতিটি বিভাগীয় শহরে পাঁচটি স্থানে এবং প্রত্যেকটি জেলা শহরে দুটি স্থানে পণ্য বিক্রি করা হবে।

টিসিবি থেকে পণ্য সরবরাহ করতে ২০১০-১১ থেকে ২০১৫-২০১৬ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরে ভর্তুকি হিসাবে ৩৭৫ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ৭৬৯ টাকা দিয়েছে সরকার।



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৮/আসাদ/রফিক 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়