ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রমজানে খালেদা জিয়ার ওপর জুলুম চলছে : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ১৯ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রমজানে খালেদা জিয়ার ওপর জুলুম চলছে : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা বঞ্চিত করে পবিত্র রমজান মাসে তার ওপর জুলুম চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা রুহুল কবির রিজভী।

সরকার প্রধানের নির্দেশে জামিনযোগ্য মামলায় তাকে জামিন দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন রিজভী।

তিনি বলেন, ‘কারাগারে দেশনেত্রী গুরুতর অসুস্থ, দিন দিন শারীরিক অবস্থা ক্রমাবনতিশীল। সর্বোচ্চ আদালত থেকে জামিন দেওয়ার পরও কীভাবে একজন বয়স্ক জনপ্রিয় নেত্রীকে কারাগারে আটকে রেখে কষ্ট দেওয়া হচ্ছে তা দেশবাসী প্রত্যক্ষ করছে। তাকে চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত করা হচ্ছে।’

‘পবিত্র মাহে রমজানেও তার ওপর সর্বোচ্চ জুলুম চলছে। বিএনপি চেয়ারপারসনকে তিলে তিলে শেষ করে দিতেই শেখ হাসিনার নির্দেশে জামিনযোগ্য মামলায় তাকে জামিন দেওয়া হচ্ছে না’, বলেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, তিনি (খালেদা জিয়া) যেসব মামলায় জামিনে ছিলেন, সেসব মামলায়ও গ্রেপ্তার দেখাতে নির্দেশ দেওয়া হচ্ছে। আওয়ামী সরকারই নানা ফন্দি-ফিকির করছে কীভাবে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখে আবারও ২০১৪-এর ৫ জানুয়ারির মতো প্রহসনের নির্বাচন করা যায়।

সরকারকে সতর্ক করে দিয়ে রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে মাইনাস করে, বিএনপিকে মাইনাস করে আপনারা নির্বাচন করবেন, সেই প্রহসন আর এদেশে হতে দেওয়া হবে না। এদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।’

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ভোট কেলেঙ্কারির নতুন মডেল প্রত্যক্ষ করেছে দাবি করে রিজভী বলেন, ‘শেখ হাসিনার অধীনে কখনোই কোনো নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হতে পারে না। যিনি রাজনৈতিক প্রতিপক্ষকে চরম শত্রুজ্ঞান করে সরকারের সমালোচনাকারীদের নিশ্চিহ্ন করতে চান তার কাছে কখনোই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন নিরাপদ নয়।’

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির সমালোচনা করে তিনি বলেন, ‘প্রতিরক্ষা চুক্তিসহ নানা গোপন চুক্তির মাধ্যমে যে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে থাকার জন্য দেশ বিক্রি করে দিতে পারেন তার কাছে গণতন্ত্রই বা কী আর অবাধ নির্বাচনই বা কী, কোনোটিরই কোনো দাম নেই।’

‘দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, দেশি-বিদেশি চক্রান্ত কাজ হবে না। দুর্বার আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। বেগম খালেদা জিয়াকেও মুক্ত করা হবে। বেগম খালেদা জিয়াবিহীন নির্বাচন এদেশে হবে না, হতে দেওয়া হবে না।’

রমজানে সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে দাবি করে এজন্য ক্ষমতাসীন দলেল সিন্ডিকেটকে দায়ী করে বিএনপির এই নেতা।

‘পবিত্র রমজানে দেশব্যাপী নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা। বাজার নিয়ন্ত্রণে ১২টি সংস্থাকে নাকি সরকার নিয়োগ দিয়েছে। কিন্তু ক্ষমতাসীন সিন্ডিকেটের দৌরাত্ম্যে ওই ১২টি সংস্থা বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম প্রতিদিনই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে।’

এ সময় বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকটের প্রসঙ্গ টেনে সরকারের কঠোর সমালোচনা করেন রিজভী আহমেদ।




রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৮/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়