ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

রশিদ এগ্রো ফুডে আবার অভিযান

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রশিদ এগ্রো ফুডে আবার অভিযান

ফাইল ফটো

কুষ্টিয়া প্রতিনিধি : চালের দাম বৃদ্ধি ও চাল নিয়ে কারসাজির অভিযোগে কুষ্টিয়ার খাজানগরে আবার অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাজার মনিটরিং টিম।

আজ রোববার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা।

অভিযান শেষে হাবিবুর রহমান জানান, নিয়মিত বাজার মনিটরের অংশ হিসেবে বাংলাদেশ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের ‘রশিদ এগ্রো ফুড’ চালকলে অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

গত ১১ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা টাস্কফোর্স টিম বাংলাদেশ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের কুষ্টিয়ার খাজানগরে অবস্থিত রশিদ এগ্রো ফুডের গোডাউনে অভিযান চালায়। এ সময় অভিযানে গোডাউনে অতিরিক্ত ধান মজুদের প্রমাণ মেলায় তাকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১৭ সেপ্টেম্বর ২০১৭/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়