ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাঙ্গুনিয়ায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ২১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাঙ্গুনিয়ায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই মো. আবদুর রাজ্জাক (৪৫)।

ঘাতক বড় ভাইয়ের নাম মো. মুছা (৫২)। নিহত আব্দুর রাজ্জাক একজন সিএনজি অটোরিকশা চালক।

সোমবার রাতে মরিয়মনগর ইউনিয়নে পূর্ব সৈয়দবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়।

একই ঘটনায় নিহতের স্ত্রী-পুত্রও ধারালো কিরিচের আঘাতে আহত হয়েছেন। আহতরা হলেন- নিহতের স্ত্রী খুরশিদা বেগম (৩৭) ও পুত্র মো. রাকিব (১৩)। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত বড় ভাই মো. মুছা (৫২), মুছার স্ত্রী রোজি আক্তার ও তাদের পুত্র শরিফুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঁইয়া হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে উভয় পরিবারের ঝগড়ার এক পর্যায়ে বড় ভাইয়ের পরিবার ধারালো কিরিচ নিয়ে ছোট ভাইয়ের পরিবারের ওপর হামলা চালায়। এতে ছোট ভাই আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে নিহত হন। আহত হন তার স্ত্রী-পুত্র। এই ঘটনায় স্ত্রী-পুত্রসহ বড় ভাই মুছাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২১ আগস্ট ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়