ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে এই জামাত হবে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

এ ছাড়া বায়তুল মোকাররমে ৫টি জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একমাত্র জামাতটি সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বনানী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় জামাত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি ঈদের জামাত হবে। প্রথমটি সকাল ৮টায় ও দ্বিতীয়টি সকাল ৯টায়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রধান ফটক-সংলগ্ন মাঠে ও শহীদুল্লাহ্‌ হলের লনে সকাল ৮টায় দুটি আলাদা জামাত হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মসজিদে জামাতের নির্ধারিত সময়ও সকাল ৮টায়। নীলক্ষেত মরিয়ম বিবি শাহি মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। একটি সকাল সাড়ে ৮টায়, অন্যটি সকাল সাড়ে ১০টায়। নয়াপল্টন জামে মসজিদে জামাতের নির্ধারিত সময় সকাল ৮টায়। ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদের একটি জামাত হবে সকাল ৮টায়।

দেওয়ানবাগ শরিফের বাবে রহমতে তিনটি ঈদের জামাত হবে। প্রথম জামাতটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল সাড়ে ৯টায় ও শেষ জামাতটি সকাল ১০টায় হবে।

কারওয়ান বাজার আম্বর শাহ শাহি জামে মসজিদে জামাত হবে সকাল ৮টায়। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে হবে। পুরান ঢাকার তারা মসজিদের দুটি জামাতের একটি হবে সকাল ৮টায়, অন্যটি সকাল ৯টায়। কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল ৯টায়।

যাত্রাবাড়ীর ধলপুর নারকেল বাগান মসজিদেও জামাত হবে দুটি। একটি সকাল ৮টায়, অন্যটি সকাল ৯টায়। লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল সোয়া ৭টায়। এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদের জামাত সকাল ৮টায়।

কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৮টা ও সকাল সোয়া ৯টায়  অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠে গেন্ডারিয়া ঈদ কমিটির উদ্যোগে জামাত হবে সকাল ৮টায়। সকাল ৯টায় পূর্বগ্রাম-বাউলিয়াপাড়া ঈদ জামাত কমিটির উদ্যোগে জামাত হবে পূর্বগ্রাম-বাউলিয়াপাড়া ঈদগাহ মাঠে।

হাজারীবাগ কেন্দ্রীয় ঈদ জামাত পরিচালনা কমিটির উদ্যোগে হাজারীবাগ পার্কে দুটি জামাত হবে। এর একটি সকাল ৭টায়, আরেকটি সকাল ৮টায়। এ ছাড়া বাড্ডানগর জামে মসজিদে জামাত হবে সকাল সাড়ে ৭টায়। শাহ্ মস্তান জামে মসজিদে জামাত সকাল সাড়ে ৮টায়।

মোহাম্মদপুর মসজিদ-এ-তৈয়্যেবিয়ায় প্রথম জামাত হবে সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল ৯টায়। পল্লীমা সংসদ ময়দানে জামাত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়