ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজধানীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ৩

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ২৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ৩

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় সোমবার তিন ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতরা হলেন- সামেদ আলী (৫০), জামাল হোসেন (৩৫) ও অজ্ঞাত (৩০)।

সোমবার ভোরে রাজধানীর গেণ্ডারিয়া থানা এলাকার রেলস্টেশনে সামেদ আলীর মাথা বিহীন লাশ উদ্ধার করে জিআরপি থানা পুলিশ।

জিআরপি থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, সামেদ আলী ফেরি করে মুরগী বিক্রি করতেন। তিনি রেল স্টেশনেই রাত কাটাতেন। তীব্র গরমের কারণে তিনি রেল লাইনে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। রাতের কোনো এক সময় তিনি রেলে কাটা পড়েন।

তিনি বলেন, যে লাইনে কাটা পড়ে সামেদ আলী মারা গেছেন সেখানে ট্রেন চলাচল করে না। তবে এ লাইনে ট্রেনের ইঞ্জিন পরীক্ষা, পরিবর্তন বা ট্রেন ক্রসিং হয়।

এদিকে সকাল সাড়ে ১১টার দিকে বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকার মাঝামাঝি জায়গা থেকে জামাল হোসেনের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। তার বাড়ি রাজবাড়ী  জেলায়।

অন্যদিকে দুপুর ১২টায় বড়মগবাজার মসজিদের পাশের রেল ক্রসিং থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার পরনে কালো প্যান্ট ও লাল গেঞ্জি ছিল। পুলিশের ধারণা ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন।

নিহত তিন জনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ তিনটি মর্গে রাখা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৭/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়