ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাজধানীতে সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করতে সভা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করতে সভা

নিজস্ব প্রতিবেদক : মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে সরকারের সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বুধবার তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জনগণ যেন নির্বিঘেœ ঘরে ফিরে ইফতার করতে পারে এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেজন্য পুলিশকে বিভিন্ন দিক-নির্দেশনা দেয়া হয়েছে। মহানগরীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে যানজট নিরসন করা, বাস টার্মিনাল, লঞ্চ ঘাট ও রেল স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে যাত্রীর উপর নজর রাখা‌, সড়ক দুর্ঘটনা রোধে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে সমন্বয় করে ড্রাইভারের লাইসেন্স ও গাড়ির ফিটনেস পরীক্ষা করে গাড়ি টার্মিনাল থেকে বের করা - এগুলো নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।’

কমিশনার বলেন, ‘ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান ও মলম পার্টি প্রতিরোধে রমজান মাসে ও ঈদের সময় মোতায়েন থাকবে সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশের বিশেষ টিম। মার্কেট ও শপিং মলে পুলিশ নিরাপত্তা দেবে। মার্কেটের নিরাপত্তার জন্য মালিক সমিতিকে সিসি টিভি, আর্চওয়ে, এক্সেস কন্ট্রোল মেশিনসহ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

নৌযান, রেল চলাচল এবং যাত্রী সেবা সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় ডিএমপি কমিশনার আরও বলেন, ‘এ নিরাপত্তাকে সমন্বয় করতে রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে ঢাকার দুই সিটি কর্পোরেশন, ওয়াসাসহ সেবাদানকারী সংস্থাকে পুরনো খোড়া রাস্তা দ্রুত মেরামত করতে হবে। ফুটপাত ও বাড়ির সামনের রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী যারা ফেলে রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বাস টার্মিনাল থেকে রাতে সব বাসের যাত্রীদের অবশ্যই ভিডিও করতে হবে এবং নির্ধারিত স্থানে গাড়ি পার্ক করতে হবে। শপিং মলের সামনে বা আশপাশে যানবাহন পার্ক করা যাবে না। কোন অবস্থাতেই ফুটপাতে গাড়ি পার্ক ও মোটর সাইকেল চালানো এবং যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানো বা নামানো যাবে না।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়