ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজধানীতে ৫ প্রতারক গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ১৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে ৫ প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল থেকে প্রতারক  চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ আরো জানায়, বুধবার রাতে গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন ইউনিটের একটি দল মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আবু বক্কর সিদ্দিক, আক্তার হোসেন মিলন, আজহারুল ইসলাম, মোহাম্মদ আলী ও শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ১০২টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ২১টি জাল সার্টিফিকেট, ৪টি সিপিইউ, ৪টি মনিটর, ৪টি প্রিন্টার ও ২টি স্ক্যানার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা রাজধানীতে দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়পত্র তৈরি করে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৭/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়