ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজনীতিতে যোগ দিচ্ছেন না কারিনা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৩, ২৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজনীতিতে যোগ দিচ্ছেন না কারিনা

কারিনা কাপুর

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি গুঞ্জন শোনা যায়, রাজনীতিতে যোগ দিচ্ছেন তিনি। তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কারিনা কাপুর বলেন, ‘এ প্রতিবেদনের কোনো সত্যতা নেই। আমাকে এ ধরনের কোনো প্রস্তাব দেয়া হয়নি। সিনেমাই আমার একমাত্র লক্ষ্য।’

এর আগে গুঞ্জন ওঠে-ভারতের লোকসভা নির্বাচনে প্রতিযোগিতা করবেন কারিনা। ভোপালে কংগ্রেসের হয়ে লড়াইয়ে জন্য দলটির দুজন রাজনীতিবিদ নাকি তার নাম প্রস্তাব করেছেন। এর আগে ১৯৯১ সালে এই আসন থেকে নির্বাচন করেছিলেন কারিনার শ্বশুর সাবেক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও প্রয়াত নবাব মনসুর আলী খান পাতৌদি। তবে তিনি জয় লাভ করতে পারেননি।

কারিনা অভিনীত পরবর্তী সিনেমা গুড নিউজ। এতে আরো অভিনয় করছেন- অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ, কিয়ারা আদভানি প্রমুখ। আগামী জুলাইয়ে সিনেমাটি মুক্তির কথা থাকলেও তা পরিবর্তন করে ৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৯/মারুফ/শান্ত 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়