ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজনীতিতে সংস্কার চান এরশাদ

নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজনীতিতে সংস্কার চান এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : মানুষের ভাগ্যোন্নয়নের জন্যই দেশের রাজনীতির সংস্কার করতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এমপি।

 

তিনি বলেন, ‘পরিবর্তন ছাড়া উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। আমরা মানুষের ভাগ্যোন্নয়নের জন্যই দেশের বর্তমান রাজনীতি সংস্কার করতে চাই। এর মাধ্যমে শান্তি ফিরিয়ে ‍জনপ্রত্যাশা পুরণ করতে চাই।’

 

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে পার্টির উপদেষ্টামণ্ডলীর সভায় প্রাক্তন রাষ্ট্রপতি এ কথা বলেন।

 

এরশাদ বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত করে ক্ষমতাসীন হতে হবে। আর এ জন্য আমাদের উন্নয়নের ইতিহাস নিয়ে প্রত্যেক মানুষের কাছে যেতে হবে। আশা করি মানুষ আমাদের নিরাশ করবে না।’

 

রাষ্ট্রপতিকে দেওয়া প্রস্তাব গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা সকলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বিতর্কমুক্ত নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট  প্রস্তাব দিয়েছি। আশা করি, তিনি আমাদের প্রস্তাব বিবেচনা করবেন।’

 

এরশাদ ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে মহাসমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, উপদেষ্টামণ্ডলীর সদস্য আ ন ম শাহজাহান, অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, সিরাজুল ইসলাম চৌধুরী, কারী মো. হাবিব উল্লাহ বেলালী, সৈয়দ দিদার বখত্, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট মো. হাসান সিরাজ সুজা, মো. নোমান এমপি, কাজী মামুনুর রশীদ, সোমনাথ দে, জাফর ইকবাল সিদ্দিকী, নাজমা আখতার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৬/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়