ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘রাজনৈতিক ‍উদ্দেশ্যে গেজেটের সমালোচনা’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রাজনৈতিক ‍উদ্দেশ্যে গেজেটের সমালোচনা’

নিজস্ব প্রতিবেদক : নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিসহ যারা সমালোচনা করছেন তারা রাজনৈতিক উদ্দেশ্যে এ সমালোচনা করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

‘এই গেজেটে বিচার বিভাগ পৃথকীকরণ মামলার   স্পিরিট ধ্বংস হয়েছে’ আইনজীবী সমিতির সভাপতির এমন বক্তব্যের প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এই গেজেটটি প্রকাশের পূর্বে আইনমন্ত্রী সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং তাদের সম্মতি নিয়ে এই গেজেট প্রকাশ করেছেন।’ তাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিসহ অন্যান্য যারা বিরূপ মন্তব্য করছেন তারা সঠিক মন্তব্য করেননি।

ব্যাখ্যা দিয়ে মাহবুবে আলম বলেন, ‘রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের সবাইকে নিয়োগ করেন। নির্বাহী বিভাগের কর্মচারীদের, প্রধান বিচারপতিকে, অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন এবং পার্লামেন্টের সেশনও তার আদেশে শুরু এবং সমাপ্ত হয়। রাষ্ট্রপতিকে যদি এই বিচারপতিদের শৃঙ্খলাবিধির দায়িত্ব থেকে বা তার কর্তৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং সুপ্রিম কোর্টই সব করে, তাহলে তা সংবিধানের স্পিরিটের বাইরে হবে।’

তিনি বলেন, ‘আমাদের সবসময় মনে রাখতে হবে, যত আইন বা রুলস হয় এগুলো সংবিধানের অনুচ্ছেদের পরিপন্থি হলে  চলবে না। সংবিধানের ১১৬ অনুচ্ছেদে এদের (নির্বাহী বিভাগের কর্মচারীদের, প্রধান বিচারপতিকে ও অন্যান্য) নিয়োগ, শৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেবেন। তারই ধারাবাহিকতায় এই গেজেট প্রকাশ হয়েছে।’

এ গেজেট নিয়ে যারা বিরূপ মন্তব্য করছেন তারা রাজনৈতিক উদ্দেশ্য করছেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়