ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজশাহীতে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ৩০ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর ভদ্রা বস্তিু এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই মহড়ার আয়োজন করে।

মহড়ায় অগ্নিকাণ্ড নির্বাপণের বিভিন্ন ধরনের কৌশল দেখানো হয়। মহড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন শামীম। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (সদর) আহসানুল কবির।

মহড়ায় বাসা-বাড়িতে হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের আগুন লেগে গেলে তা কীভাবে চার পদ্ধতিতে নির্বাপণ করা যায় ও ছোটখাটো তেলের আগুন নেভানো যায়, তা দেখানো হয়।

মহড়ায় অংশ নেওয়া ওই এলাকার বাসিন্দা আবদুল কাদের বলেন, ‘আগুন নেভানোর কৌশল দেখে ও অংশ নিয়ে খুব উপকার হয়েছে। কীভাবে আগুন নেভাতে হয়, তা আমি শিখেছি।’



রাইজিংবিডি/রাজশাহী/৩০ নভেম্বর ২০১৮/তানজিমুল হক/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়