ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৮টায়। রাজশাহী মহানগরীর হজরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের এই ঈদের জামাতে কয়েক হাজার মুসল্লি অংশ নেবেন।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং প্রাক্তন সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলেরও এ ঈদগাহে ঈদের নামাজ আদায়ের কথা রয়েছে।

সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে হজরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত না হলে তা শাহ মখদুম (র.) দরগাহ শরিফ মসজিদে হবে। প্রধান জামাত সকাল ৮টায় হলেও নগরীর মুহাম্মদপুর টিকাপাড়া ঈদগাহ ময়দানে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এখানে ঈদের দ্বিতীয় প্রধান জামাত হবে সকাল ৭টায়। এখানে সকাল ৮টায় আরো একটি ঈদের জামাত হবে। প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে নামাজ আদায় সম্ভব না হলে তা মীরের চক মসজিদে একই সময়ে হবে।

রাজশাহী জেলার বিভিন্ন এলাকার ঈদগাহগুলোতেও সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের জামাত হবে।

 

রাইজিংবিডি/রাজশাহী/৩ জুন ২০১৯/তানজিমুল হক/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়