ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজশাহীতে ছাত্রদলের ৪৭ ইউনিট কমিটি বিলুপ্ত

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে ছাত্রদলের ৪৭ ইউনিট কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগর ছাত্রদলের সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান, চারটি থানা ও ৩৭টি ওয়ার্ড কমিটি রয়েছে।

রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই ঘোষণা দেওয়া হয়।

মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি জানান, মেয়দ শেষ হওয়ার কারণে মহানগর ছাত্রদলের সব ইউনিট কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মেডিকেল কলেজ ও আইএইচটি শাখা।

একইসঙ্গে বোয়ালিয়া থানা, রাজপাড়া থানা, শাহমখদুম থানা ও মতিহার থানা এবং মহানগরীর ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদলের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। সম্মেলনের মাধ্যমে এসব ইউনিটে নতুন কমিটি করা হবে বলে জানান তিনি।



রাইজিংবিডি/রাজশাহী/২২ নভেম্বর, ২০১৭/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়