ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজশাহীতে নানা আয়োজনে বসন্ত বরণ

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে নানা আয়োজনে বসন্ত বরণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে নানা আয়োজনে আজ বুধবার ঋতুরাজ বসন্ত বরণ করা হয়েছে।

এ উপলক্ষে ‘মাতরে সবে আনন্দে রং বাহারি বসন্তে’ স্লোগানে রাজশাহী কলেজে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে সকালে রাজশাহী কলেজের নজরুল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন কলেজ অধ্যক্ষ হবিবুর রহমান। র‌্যালিতে কলেজের উপাধ্যক্ষ আল-ফারুক চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে রাজশাহী কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বসন্ত বরণ করতে নগরীর বঙ্গবন্ধু কলেজে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম আবদুল কাদের। পরে বসন্ত বরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ নূরুল ইসলাম।

রাজশাহীতে বসন্ত বরণের কর্মসূচির মধ্যে ছিল আবৃত্তি পরিষদের শোভাযাত্রা এবং আলোচনা সভা। এ ছাড়া রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নানা আয়োজনে বসন্ত বরণ করা হয়েছে। এ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেতে ওঠে প্রাণের উৎসবে। বসন্ত বন্দনায় তারা নিজেদের সাজিয়ে তোলেন পাঞ্জাবি আর শাড়িতে।




রাইজিংবিডি/রাজশাহী/১৩ ফেব্রুয়ারি ২০১৯/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়