ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজশাহীতে বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবস পালন

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বৃটিশবিরোধী আন্দোলনের মহান নেতা বিরসা মুন্ডার ১১৯তম আত্মত্যাগ দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে রাজশাহীর গোদাগাড়ীর স্বেচ্ছাসেবী সংস্থা সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারি অর্গানাইজেশন (সিসিবিভিও) এবং রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহ উপজেলার রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

পরে সিসিবিভিওর রাজাবাড়িহাট শাখা অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গোদাগাড়ীর ৩০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের সমন্বয় কমিটির সভাপতি প্রসেন এক্কা।

বক্তব্য রাখেন চৈতন্যপুর রক্ষাগোলার মোড়ল রামপদ রাজোয়াড়, জামদহ রক্ষাগোলার মোড়ল রঘুনাথ পাহাড়িয়া, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার, সিসিবিভিওর এএইচএম তারিক, শাহাবুদ্দিন শিহাব প্রমুখ। সভা সঞ্চালনা করেন সংস্থাটির প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম নিরব।



রাইজিংবিডি/রাজশাহী/৯ জুন ২০১৯/তানজিমুল হক/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়