ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘রাজাকারের তালিকা প্রকাশের দাবি’

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রাজাকারের তালিকা প্রকাশের দাবি’

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দাবিতে সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। এ সমাবেশ থেকে রাজাকারের তালিকা প্রকাশের দাবি জানানো হয়।

বুধবার বিকেলে ফরিদপুরে প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু পরিষদ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ যৌথভাবে সমাবেশের আয়োজন করে।

উভয় সংগঠনের সভাপতি নুর মো. ক্যাপ্টেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে মুক্তিযোদ্ধা পি কে সরকার, আব্দুস সামাদ, ড. মো. মুনিরুজ্জামান, প্রফেসর শেখ মুজিব, নাজমুল কবির মুনির প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘ ২২ বছর মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায় না থাকায় মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হয়েছিল। মুছে যেতে বসেছিল মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা পুনরুদ্ধার হয়।

বক্তারা বলেন, সেদিন মুক্তিযোদ্ধারা কোনো কিছু পাওয়ার আশায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। দেশকে ভালোবেসেই সেদিন জীবনকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল।

এ সময় বক্তারা অবিলম্বে রাজাকারের তালিকা তৈরি করার দাবি জানান।  একই সঙ্গে যারা মুক্তিযুদ্ধ করেও তালিকাভুক্ত হতে পারেনি, তাদের নাম তালিকাভুক্ত করে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার দাবি জানান।



রাইজিংবিডি/ফরিদপুর/০১ আগস্ট ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়