ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজীব গান্ধী কারাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজীব গান্ধী কারাগারে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলা মামলার অন্যতম আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধ আইনের মামলায় দুই দফায় নয় দিনের রিমান্ড শেষে শুক্রবার রাজীব গান্ধীকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপপরিদর্শক রফিক উদ্দিন।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজীব গান্ধীকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১০ জুলাই রাজীব গান্ধীর ছয় দিন এবং ১৭ জুলাই তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ১ নভেম্বর রাজধানীর ধানমন্ডির থানাধীন রাইফেল স্কোয়ারের সামনে ১০/১২ জন আসামি নাশকতার পরিকল্পনা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে দুই আসামি পুলিশের হাতে ধরা পড়েন এবং অপর আসামিরা পালিয়ে যান। ওই ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এসআই মোদাচ্ছের কায়সার বাদী হয়ে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধ আইনে মামলাটি দায়ের করেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৭/মামুন খান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়