ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাতের আঁধারে সরকারি গাছ কর্তন

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ৬ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাতের আঁধারে সরকারি গাছ কর্তন

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সড়কের পাশে লাগানো সরকারি ৫১টি মেহগনি গাছ রাতের আঁধারে কেটেছে প্রভাবশালীরা।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২১টি গাছ উদ্ধার করলেও বাকি গাছ উদ্ধার ও গাছ কাটার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারী সড়কের দুই পাশে লাগানো সরকারি মেহগনি গাছ কাটা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কায়ামারী গ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা বজলুর রহমানের নেতৃত্বে আশরাফ আলী, সিরাজুল ইসলাম, ফজুলল হক, রিয়াজুল হক, জনি, রনি ও সুমনসহ ১০-১২ জন গভীর রাতে কায়ামারী সড়কের দুই পাশে লাগানো সরকারি ৫১টি মেহগনি গাছ করাত দিয়ে কেটে ভ্যান যোগে পাচার করতে থাকে।

ভোরে এলাকাবাসী মসজিদে ফজরের নামাজ পড়তে এসে গাছ কাটা ও পাচারের দৃশ্য দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কেটে ফেলে রাখা ২১টি মেহগনি গাছ উদ্ধার করে। পুলিশ গাছ কাটার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, কাটা গাছগুলো উদ্ধার করে তহসিলদার ও স্থানীয় চৌকিদারের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে।

সরকারি গাছ কাটার বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান বলেন, রাতের আঁধারে কেটে ফেলা গাছগুলো তহসিলদারের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।



রাইজিংবিডি/কুষ্টিয়া/৬ এপ্রিল ২০১৮/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়