ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রানা প্লাজা প্রাঙ্গনে স্বজনদের আহাজারি-আর্তনাদ

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১০, ২৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রানা প্লাজা প্রাঙ্গনে স্বজনদের আহাজারি-আর্তনাদ

নিজস্ব প্রতিবেদক, সাভার : স্বজনদের আহাজারি আর আর্তনাদে ভারি হয়ে উঠেছে সাভার বাজার বাসস্ট্যান্ডের রানা প্লাজা প্রাঙ্গন। তাদের বুকফাটা কান্নায় সেখানে তৈরি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।

মঙ্গলবার সকাল থেকে ধসে পড়া রানা প্লাজায় গিয়ে প্রিয় স্বজনকে স্মরণ ও তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন হতভাগ্য স্বজনরা।

পাঁচ বছর পূর্তি উপলক্ষে সকাল থেকে রানা প্লাজার সামনে উপস্থিত হয়েছেন স্থানীয় পোশাক কারখানার শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ। ধসে পড়া রানা প্লাজার সামনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে নিহত শ্রমিকদের প্রতি সম্মান জানাচ্ছেন তারা।
 


শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণতান্ত্রিক গণ মঞ্চ, গণতান্ত্রিক গণ মোর্চা, জাতীয় গণ ফ্রন্ট, ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ফেডারেশন, প্রবাসী শ্রমজীবী ফ্রন্টসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।

শ্রদ্ধা জানানো শেষে মানববন্ধন ও বিক্ষোভসহ সেখানে নানা কর্মসূচি পালন করছে শ্রমিক সংগঠনগুলো।




রাইজিংবিডি/সাভার/২৪ এপ্রিল ২০১৮/সাফিউল ইসলাম সাকিব/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়