ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাবাদা-মরকেল ঝড়ে কেপটাউনে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়া

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবাদা-মরকেল ঝড়ে কেপটাউনে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : ডিন এলগারের সেঞ্চুরির পরও কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

তবে স্বাগতিক দুই বোলার মরনে মরকেল আর কাগিসো রাবাদার তান্ডবে অস্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারী অস্ট্রেলিয়া।

স্বাগতিকদের বোলিং তোপে আজ দ্বিতীয় দিনে ২৪৫ রান তুলতেই ৯ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামার আগে হাতে ১ উইকেট নিয়ে স্বাগতিকদের চেয়ে ৬৬ রানে পিছিয়ে অসিরা।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনার ক্যামেরুন বেনক্রফট সর্বোচ্চ ৭৭ রান করতে পেরেছেন। ১৭৫ রানেই গুরুত্বপূর্ণ ৮ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল দলটি। তবে টিম পাইন আর নাথান লায়ন সফরকারিদের বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। নাথান লায়ন ৩৮ বলে ৪৭ রানের এক ঝড়ো ইনিংস খেলে আউট হয়েছেন। তবে শেষপর্যন্ত ৭৭ বল মোকাবেলায় ৩৩ রানে অপরাজিত আছেন পাইন।

অস্ট্রেলিয়ার ইনিংসে বিপর্যয় আনতে একাই ৪ উইকেট নেন মরনে মরকেল। তার সঙ্গে ৩ উইকেট নেন নিষেধাজ্ঞার নাটক শেষ এই ম্যাচে খেলতে নামা কাগিসো রাবাদা। এছাড়া ভারনন ফিল্যান্ডের বাকি ২টি উইকেট নেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়