ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাবিতে শিক্ষার্থীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই

মেহেদী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবিতে শিক্ষার্থীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই

ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক (তৃতীয় বিজ্ঞান) ভবনের পিছনের রাস্তায় ছিনতাই করা হয়। ছিনতাইয়ের শিকার সুরমান আলী সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

সুরমান জানান, বুধবার রাতে টিউশন শেষে বাইসাইকেলযোগে হলে ফিরছিলেন তিনি। ক্যাম্পাসের তৃতীয় বিজ্ঞান ভবনের পিছনের রাস্তায় দুটি মোটরসাইকেলে পাঁচ যুবক দাঁড়িয়ে ছিল। পাশ দিয়ে যাওয়ার সময় তারা দাঁড়ানোর ইশারা দেয়। সাইকেল থামাতেই মাথায় ও কোমরে অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও মানিব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা।

তার মানিব্যাগে টিউশনের বেতনের তিন হাজার টাকা ছিল। ছিনতাইকারীদের মুখ ঢাকা ছিল। সুরমান কাউকে চিনতে পারেনি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনা তিনি শুনেছেন। পুলিশকে জানানো হয়েছে। এমন ঘটনা যাতে না ঘটে, সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে এবং সাদা পোশাকে ক্যাম্পাসে টহল বাড়াতে বলা হয়েছে।



রাইজিংবিডি/রাজশাহী বিশ্ববিদ্যালয়/২৮ ফেব্রুয়ারি ২০১৯/মেহেদী হাসান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়