ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাষ্ট্র এখন সন্ত্রাসের অভয়ারণ্য : ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১৬ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাষ্ট্র এখন সন্ত্রাসের অভয়ারণ্য : ফখরুল

জ্যে ষ্ঠ প্রতিবেদক : জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার সময় হেমায়েতপুরে তাকে অভ্যর্থণা জানানোর জন্য জড়ো হওয়া দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বিজয় দিবসের মতো একটি জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা প্রমান করে, রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে।’

শনিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘এই মহান দিনেও বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত ও অমানুষিক হামলা-নির্যাতন বর্তমান সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির নির্লজ্জ বহি:প্রকাশ। ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে দেশ যেন এখন গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেপ্তার ও নির্যাতন-নিপীড়ণের এক মহাক্ষেত্র।’

তিনি বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার সময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হেমায়েতপুরে অভ্যর্থনা জানানোর জন্য জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সমর এর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। হামলায় অনেক নেতাকর্মী আহত হয়।’

বিজয় দিবসের অনুষ্ঠান করার সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী নেতাকর্মীরা হামলা করেছে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।




রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৭/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়