ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাষ্ট্রবিরোধী গুজব, ইউটিউব চ্যানেল অ্যাডমিন গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ২৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাষ্ট্রবিরোধী গুজব, ইউটিউব চ্যানেল অ্যাডমিন গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক : ইউটিউবে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে অনলাইন চ্যানেল এএম আপডেট নিউজ এর অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত হলেন-মো. আরিফ আহমেদ। তিনি  ইউটিউব চ্যানেলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর তথ্য প্রকাশ করে আসছিল।

বুধবার বিকেলে র‌্যাব-১ এর অধিনায়ক লেফট্যানেন্ট  কর্নেল মো. সারওয়ার বিন কাশেম জানান, ‘গোপন সংবাদে ভাটারা থানার ১০০ ফিট রাস্তার ৬৮ নম্বর  বাসার পঞ্চম তলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরিফকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় ল্যাপটপ ও মোবাইল।’

তিনি জানান, আরিফ ২০০৮ সালে মধ্যবাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৩ সালে তেজগাঁও কলেজ থেকে এইচএসসি পাস করে। ২০১৭ সালে রাজধানীর বারিধারা জে ব্লকে  ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোরজি অ্যান্ড সায়েন্স থেকে বিএসসি ইন সিএসই সম্পন্ন করে। ২০১৪ সালে ইউটিউবে ভিডিও আপলোড ও এডিটিং করার কাজে যুক্ত হয়। এএম আপডেট নিউজ নামে অনলাইন চ্যানেলের অ্যাডমিন হয়। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন ধরনের  ছবি সংগ্রহপূর্বক এডিট করে রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রকাশ করে দেশের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করত। বিভ্রান্তিমূলক গুজব বিশ্বাসযোগ্য করার জন্য দেশের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরের অংশ বিশেষভাবে ব্যবহার করত। রাষ্ট্রবিরোধী বিরুপ সমালোচনা, গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় ব্যক্তি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানিকর, কুরুচিকর ও বিভ্রান্তিমূলক গুজব প্রচার করতো আরিফ।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়