ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাসিক নির্বাচন : ভোট পড়েছে ৭৮.৬৬ শতাংশ

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ৩১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাসিক নির্বাচন : ভোট পড়েছে ৭৮.৬৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৭৮ দশমিক ৬৬ শতাংশ ভোট পড়েছে। এই নির্বাচনে নগরীর ১৩৮টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। তবে ৬৭ হাজার ২৫৭ জন ভোটার ভোট দেননি।

রাজশাহী সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নির্বাচনে মোট ২ লাখ ৫০ হাজার ৮৮১ জন ভোটার ভোট দিয়েছেন। তাদের মধ্যে ৩ হাজার ৬৯১ জনের ভোট বাতিল বলে গণ্য হয়েছে।

নির্বাচনে ‘নৌকা’ প্রতীক নিয়ে বিজয়ী আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ধানের শীষ’ প্রতীকের বিএনপি প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৭ হাজার ৭০০ ভোট।

অন্য তিন প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৩, গণসংহতি আন্দোলন সমর্থিত ‘হাতি’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদ ১ হাজার ৫১ এবং বাংলাদেশ জাতীয় পার্টির ‘কাঁঠাল’ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন মাত্র ৩২০ ভোট।

নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি লিটন মহানগর বিএনপি সভাপতি বুলবুলকে ৮৭ হাজার ৩৯৬ ভোটে পরাজিত করেন। তবে এর আগে ২০১৩ সালের  নির্বাচনে বুলবুলের কাছে লিটন হেরেছিলেন ৪৭ হাজার ৩৩২ ভোটের ব্যবধানে। ওই  নির্বাচনে ‘আনারস’ প্রতীক নিয়ে বুলবুল পান ১ লাখ ৩১ হাজার ৫৮ ভোট। আর ‘তালা’ প্রতীকে লিটন পেয়েছিলেন ৮৩ হাজার ৭২৬ ভোট। নগরীর ১৩৭ কেন্দ্রে সেবার ভোট পড়েছিল ৭৬ দশমিক ০৯ শতাংশ।



রাইজিংবিডি/রাজশাহী/৩১ জুলাই ২০১৮/তানজিমুল হক/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ