ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাস্তা বন্ধ করে নন-এমপিও শিক্ষকদের অবস্থান

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০২, ২১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাস্তা বন্ধ করে নন-এমপিও শিক্ষকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের এক পাশের রাস্তা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা।

বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তায় অবস্থান নেন সহস্রাধিক শিক্ষক-কর্মচারী।

এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার জন্য জমায়েত হতে থাকেন। ওই দিন ছাত্রদের আন্দোলনের কারণে তারা ওই কর্মসূচি পরিহার করেন। বৃহস্পতিবার বেলা ১১টায় আবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হলে রাজধানীর কদম ফোয়ারার সামনে পুলিশ তাদেরকে বাধা দিলে প্রেসক্লাবের সামনে পুরো রাস্তা বন্ধ করে বসের পড়েন তারা।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, গতকাল আমরা এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যেতে চেয়েও ছাত্রদের আন্দোলনের কারণে যাইনি। গতকাল আমরা ঘোষণা করেছিলাম, আজ বৃহস্পতিবার ১১টায় আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা দেব। যার কারণে আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান করছিলাম। আজ বৃহস্পতিবার ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা দিলে পুলিশ আমাদেরকে বাধা দেয়। যার কারণে আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৯/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়