ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাহুল গান্ধীকে সভাপতি নির্বাচনের দিন ঘোষণা কংগ্রেসের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাহুল গান্ধীকে সভাপতি নির্বাচনের দিন ঘোষণা কংগ্রেসের

আন্তর্জাতিক ডেস্ক : রাহুল গান্ধীর কংগ্রেসের দায়িত্ব নেওয়ার দীর্ঘদিনের প্রত্যাশা শেষ পর্যন্ত অবসান ঘটতে যাচ্ছে। আগামী ৪ ডিসেম্বর সম্ভবত কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রাহুল। সোমবার সকালে দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে দলীয় নেতাদের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

সোমবার বৈঠকে দলের নেতা নির্ধারণে অভ্যন্তরীণ নির্বাচনের সময় নির্ধারণে একমত হয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। এতে নেতারা সভাপতি হিসেবে রাহুলের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেছেন। ধারণ করা হচ্ছে মায়ের মতোই বিনা প্রতিদ্বন্দ্বীতায় দলের সভাপতি নির্বাচিত হবেন বর্তমানে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপালনকারী রাহুল।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সভাপতি হিসেবে মনোনয়ন পেতে ইচ্ছুকদের ৪ ডিসেম্বরের মধ্যে প্রার্থীতা দাখিল করতে হবে। রাহুলের বিপরীতে কেউ প্রার্থীতা করতে চাইলে ১৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ফল ঘোষণা করা হবে ১৯ ডিসেম্বর।

কংগ্রেস সূত্র অবশ্য জানিয়েছে, রাহুল ছাড়া এ পর্যন্ত অন্য কোনও প্রার্থীর কথা তাদের জানা নেই। সম্ভাবনাও নেই বলে তাদের আশা। সে ক্ষেত্রে ৪ ডিসেম্বরই কংগ্রেস সভাপতি হিসাবে রাহুলের নাম ঘোষণা করা গেলেও যেতে পারে।



রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়