ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রায়ে সন্তুষ্ট নই, আপিল করব : বদরুলের আইনজীবী

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রায়ে সন্তুষ্ট নই, আপিল করব : বদরুলের আইনজীবী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বদরুলের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টা মামলায় একমাত্র আসামি বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন খাদিজার চাচা ও মামলার বাদী আবদুল কুদ্দুস। তবে, এমন রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষ।

রায় ঘোষণার পর বদরুলের আইনজীবী সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, আমরা এমন রায়ে সন্তুষ্ট হতে পারিনি। উচ্চ আদালতে আপিল করবো। আশা করি, সেখানে আমার মক্কেল খালাস পাবেন।

তিনি আরো বলেন, এ রায়ে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাই, আমার মক্কেলকে যাবজ্জীবন দণ্ড প্রদান করেছেন আদালত।




রাইজিংবিডি/সিলেট/৮ মার্চ ২০১৭/কামাল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়