ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘রায়‌কে রাজনৈতিক ইস্যু হিসেবে দাঁড় করা‌তে চায় সরকার’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রায়‌কে রাজনৈতিক ইস্যু হিসেবে দাঁড় করা‌তে চায় সরকার’

‌জ্যেষ্ঠ প্রতি‌বেদক : সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজনৈতিক ইস্যু হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএন‌পি নেতা ব্যা‌রিস্টার মওদুদ আহমদ।

রোববার বিকেলে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আওয়ামী লীগ আজকে বিতর্ক তুলে এ রায়কে রাজনৈতিক ইস্যু হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। সেটা দেশের জন্য হবে ভয়ঙ্কর এবং ভয়াবহ। এর ফলে আপনাদের পতন আরো তরান্বিত হবে বলে আমি মনে করি।'

প্রাক্তন এই আইনমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের যে আচরণ আমরা দেখতে পাচ্ছি, এই বিচার বিভাগের ওপরে সুপ্রিম কোর্টের প্রতি, তাদের যে প্রতিক্রিয়াগুলো আমরা দেখছি, তাতে আমরা মনে করি, বিচার বিভাগের স্বাধীনতার বিপক্ষে তারা যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধে আপনাদের পরাজয় ঘটবে, এই যুদ্ধে জনগণের জয় হবে।’

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের যে পরিবর্তন ষোড়শ সংশোধনীতে আনা হয়েছিল, তা ‘অবৈধ’ ঘোষণার রায় গত ১ আগস্ট প্রকাশ করে সুপ্রিম কোর্ট।

ওই রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ দেন।

মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে মওদুদ আহমদ বলেন, ‘একেক মন্ত্রী একেক কথা বলছেন। কেউ কেউ প্রধান বিচারপতির পদত্যাগ পর্যন্ত চাচ্ছেন। এমন বক্তব্য দিচ্ছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয়, বিচার বিভাগের স্বাধীনতার বিরুদ্ধে তারা আন্দোলন নেমেছেন। তারা জনমত সৃষ্টি করছেন, সারা বাংলা দেশে কর্মসূচি দিচ্ছেন। কীসের জন্য?’

‘আমরা স্পষ্ট করে বলতে চাই, বিচার বিভাগকে যদি অবমূল্যায়ন করেন, বিচার বিভাগের স্বাধীনতাকে যদি অবমূল্যায়ন করেন, আমার অভিজ্ঞতার আলোকে বলছি, যারাই বিচার বিভাগের ওপর হাত দিয়েছে, তাদেরই হাত পুড়ে গেছে। ভবিষ্যতে সংসদ চলে যাবে, সরকার চলে যাবে, রাজনৈতিক প্রশাসনও চলে যাবে কিন্তু বিচার বিভাগ থেকে যাবে’, ব‌লেন বিএনপির অন্যতম এই নী‌তিনির্ধারক।

সরকারের উ‌দ্দেশে মওদুদ আহমদ ব‌লেন, ‘আপনাদের দায়িত্ব হলো, সরকার হিসেবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। কী করে বিচার বিভাগের স্বাধীনতা আরো প্রশ্নবিদ্ধ করা যায়, খুব খাটো করা যায়, ছোট করা যায়- সেই প্রচেষ্টায় আপনারা লিপ্ত। এর চাইতে দুঃখজনক আর কিছুই একটি গণতান্ত্রিক দেশে হতে পারে না।’

‘অপর্ন বাংলাদেশ’ সংগঠনের উদ্যোগে সরকারবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সহযোগিতার লক্ষ্যে এ আলোচনা সভা হয়। অনুষ্ঠানে বিগত আন্দোলনে নিহত ছাত্রনেতা নুরুল আলম নুরু (চট্টগ্রাম), আজহার মিয়া (সাতক্ষীরা), মারুফ সরদার (মাগুরা) ও মো. লিটনের (নোয়াখালী) পরিবারের সদস্য ও  স্বেচ্ছাসেবক দলের আহত নেতা শাহ আলমকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাম্প্রতিক বক্তব্য টেনে মওদুদ আহমদ বলেন, ‘তার (খায়রুল হক) লজ্জা হওয়া উচিৎ। আপনি দুটি অপরাধ করেছেন- একটি অপরাধ হলো আপনি যখন ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিলেন, তখন আপনি ওপেন কোর্টে রায় ঘোষণায় বলছিলেন, জাতীয় স্বার্থে আগামী দুই টার্ম নির্বাচন অর্থাৎ ১০ বছর এই নির্দলীয় সরকারের অধীনে হতে পারে। কিন্তু ১৬ মাস পরে (অবসরকালে) আপনি যে রায়টা দিলেন, সেই রায়ে দুই টার্মের যে নির্বাচনের বিধান তা সরিয়ে দিলেন। এটা কী ধরনের নৈতিকতা হতে পারে? এটা একটা অপরাধ, জুডিশিয়াল ক্রাইম। আরেকটা অপরাধ উনি করেছেন, এখন বলছেন যে, মার্শাল ল ফরমান অনুযায়ী, যে বিধান করা হয়েছিল- সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা এখন রাখা হয়েছে। আপনি তো নিজেই এটা রেখেছিলেন অন্য কেউ রাখে নাই। বিচারপতি খায়রুল হক সরকারের বেতনভুক্ত কর্মকর্তা হযে যে বক্তব্য রেখেছেন তা জাতির জন্য লজ্জাজনক। তিনি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছেন এখন।’

এজন্য বিচারপতি খায়রুল হকের আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে নিজেরই সরে যাওয়ার উচিৎ বলে মনে করেন মওদুদ আহমদ।

সংগঠনের সভানেত্রী বীথিকা বিনতে হোসাইন ও সাধারণ সম্পাদক মেরাজ আজিমের পরিচালনায় সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সেলিনা সুলতানা নিশিতা, অপর্ন বাংলাদেশের সৈয়দ সোহেল, শ ই রাহী, কাজী জিয়াউদ্দিন বাসেত, মো. ইলিয়াস, শৈবাল হোসেন, রমিজ রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৭/‌রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়