ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রিয়ালকে নিয়ে আত্মবিশ্বাসী রামোস

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১৭ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিয়ালকে নিয়ে আত্মবিশ্বাসী রামোস

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ মৌসুমের শুরুতেই উয়েফা সুপার কাপে হেরে হোঁচট খেয়েছে।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করলেও রিয়ালকে নিয়ে আত্মবিশ্বাসী দলটির অধিনায়ক রামোস। ইউরোপীয়ান কোনো প্রতিযোগিতার ফাইনালে সবশেষ ২০০০ সালে হেরেছিল রিয়াল। ১৮ বছর পর নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে উয়েফা সুপার কাপে হারের পর লস ব্লাঙ্কোসদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। তবে ভক্ত ও সমালোচকদের আশার বাণী শুনিয়েছেন রামোস।

উয়েফা সুপার কাপের ফাইনালে হারের ২৪ ঘন্টা না যেতেই এক টুইট বার্তায় রামোস জানান, ‘আমরা আবারো জিতবো। এ নিয়ে কেউ সন্দেহ করবে না। প্রতিটি হার থেকেই আমরা শিখছি। আবারও জিতে আমরা মর্যাদা ফিরিয়ে আনবো।’

লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা। নতুন মৌসুমে নিজেদের সেরাটা দিয়ে লিগ শিরোপা ঘরে তোলার প্রত্যাশা থাকবে লস ব্লাঙ্কোসদের। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে গেটাফের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় এবারের মৌসুম শুরু করবে বেল-বেনজেমা-রামোসরা।



রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়