ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে ন্যাটো বিমানের ধাওয়া!

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে ন্যাটো বিমানের ধাওয়া!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে বহনকারী বিমানের দিকে ধেয়ে গেল বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোর একটি যুদ্ধবিমান।

রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, নিরাপত্তায় নিয়োজিত আরেকটি রুশ যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে সরে যায় ন্যাটোর বিমানটি।

তারা আরো বলেছে, বুধবার ব্লাটিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় এ ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু তাদের কালিনিনগ্রাদ ছিটমহেল যাচ্ছিলেন। সেখানে নিরাপত্তা ইস্যুতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তার।

এদিকে, রাশিয়ার অভিযোগের পর ন্যাটো জানিয়েছে, তারা রুশ বিমান শনাক্ত করেছে। কিন্তু এটি যে রাশিয়ার বিমান, তা তারা বুঝতে পারেনি।

অন্যদিকে, এ ঘটনার আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, সোমবার একটি মার্কিন গোয়েন্দা বিমানের ৫ ফুট কাছ দিয়ে উড়ে যায় রুশ যুদ্ধবিমান। এ বিষয়কে কেন্দ্র করে দুই দেশ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। রাশিয়ার অভিযোগ, মার্কিন বিমানটি ‘উসকানিমূলক’ গতিতে রুশ বিমানের দিকে ধেয়ে আসে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমানের পরস্পরের পাশ ঘেঁষে যাওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে এসব ঘটনাকে।

তথ্যসূত্র : বিবিসি ও রাশিয়ান টাইমস অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়