ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

রোনালদোকে আটকাতে প্রস্তুত চিলি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ২৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোনালদোকে আটকাতে প্রস্তুত চিলি

সতীর্থদের সঙ্গে অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক : পর্তুগালকে কনফেডারেশনস কাপের সেমিফাইনালে তোলার বড় অবদান ক্রিস্টিয়ানো রোনালদোর। পর্তুগিজ ফরোয়ার্ড গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতে নিজে গোল করেছেন, অন্য ম্যাচে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। তিন ম্যাচেই হয়েছেন ‘ম্যান অব দ্য ম্যাচ’। সিআর-সেভেন সেমিফাইনালেও ভয়ংকর হয়ে উঠতে পারেন। তবে প্রতিপক্ষ চিলির কোচ হুয়ান অ্যান্তোনিও পিজ্জি জানিয়েছেন, রোনালদোকে গোল করা থেকে বিরত রাখতে প্রস্তুত তার দল।

কাজানে বাংলাদেশ সময় বুধবার রাত ১২টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও চিলি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে চিলির কোচ জানালেন, শুধু রোনালদো নয়; পুরো পর্তুগাল দলকে নিয়েই ভাবছে তার দল। পিজ্জি বলেন, ‘অবশ্যই আমরা যখন খেলি, সব সময় প্রতিপক্ষকে বিশ্লেষণ করি; কে খেলছে, সেটা কোনো ব্যাপার নয়।’

‘রোনালদো পর্তুগাল দলের অংশ এবং অবশ্যই তাকে আমাদের নজরে রাখতে হবে এবং তার শক্তির জায়গায় পাল্টা আঘাত করতে হবে। তার অনেক সামর্থ্য আছে, কিন্তু আসলেই আমরা বিশেষ কিছু করব না (রোনালদোর জন্য)। সব সময় একটা ম্যাচ খেলার জন্য যা করি, সেটাই করব’- যোগ করেন চিলির কোচ।

তথ্যসূত্র : ফোর ফোর টু। 



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়