ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোববার লেনদেন স্থগিত ৩ কোম্পানির, চালু ৬ কোম্পানির

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ২০ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোববার লেনদেন স্থগিত ৩ কোম্পানির, চালু ৬ কোম্পানির

অর্থনৈতিক প্রতিবেদক : রেকর্ড ডেটের কারণে রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির লেনদেন বন্ধ রাখবে। আর বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য স্থগিত রাখা ছয় কোম্পানির লেনদেন আগামীকাল থেকে আবার চালু হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা যায়।

লেনদেন বন্ধ রাখা কোম্পানিগুলো হলো:  রূপালী ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র মতে, রোববার কোম্পানিগুলোর এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। আগামী ২২ মে, সোমবার থেকে এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

এদিকে ব্যাংক এশিয়া, প্রগতি ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, বিজিআইসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং নর্দান জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের লেনদেন রোববার থেকে চালু হচ্ছে।

বৃহস্পতিবার কোম্পানিগুলোর এজিএম সংক্রান্ত রেকড ডেট ছিল। আর এ কারণে লেনদেন স্থগিত রাখে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ। আগামীকাল রোববার থেকে এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৭/আশিক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়