ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারে নির্যাতন-নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথা শুনতে এবং পরিস্থিতি দেখতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

শনিবার দুপুর পৌনে ২টায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পৌঁছেন তিনি। এরপর বরিস জনসন কুতুপালং ক্যাম্পসংলগ্ন ঘুমধুমের ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গারা তার কাছে মিয়ানমারে সংঘটিত নির্যাতন-নিপীড়নের বর্ণনা তুলে ধরেন।

পরে সেখান থেকে ব্রিটিশ মন্ত্রী উখিয়ার বালুখালী ক্যাম্পের ইউএনএইচসিআর ও আইওএমসহ বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন এবং সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

তবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় বরিস জনসন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এর আগে তিনি বেলা সোয়া ১২টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছেন।

এ সময় তার সঙ্গে বাংলদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চৌধুরী ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্ল্যাক ছিলেন।



রাইজিংবিডি/কক্সবাজার/১০ ফেব্রুয়ারি ২০১৮/সুজাউদ্দিন রুবেল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়