ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘রোহিঙ্গা নয় মানবতা বিপর্যস্ত’

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ২২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রোহিঙ্গা নয় মানবতা বিপর্যস্ত’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নয় মানবতা বিপর্যস্ত হয়েছে। রোহিঙ্গা বিপর্যয় আজ ছুঁয়ে গেছে বিশ্বের প্রতিটি মানবতাবাদী মানুষের হৃদয়। বিশ্ব দেখছে সু চি সরকারের জাতিগত নিধনযজ্ঞ।

শুক্রবার জাতীয়  প্রেসক্লাবের সামনে ‘মিয়ানমারে রাষ্ট্রীয় মদদে রোহিঙ্গাদের জাতিগত নিধনের প্রতিবাদে’  আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি।

আরেফিন সিদ্দিক বলেন, ‘রোহিঙ্গা হত্যা-নির্যাতন আকস্মিক কোনো ঘটনা নয়। এটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশ শান্তিকামী রাষ্ট্র, সংঘাতে বিশ্বাস করে না। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার দায় বাংলাদেশ বহন করতে পারে না। রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারকে অগ্রণী ভূমিকা নিতে হবে।’

রোহিঙ্গাদের ওপর পরিচালিত অমানবিক দমন নিপীড়ন রাজনৈতিক মতৈক্যের মাধ্যমে হচ্ছে। এর ফলে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে প্রবেশ করছে বলে মন্তব্য করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট বাসেত মজুমদার, প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী ড. হাবিবুর রহমান প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৭/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়