ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি : মিয়ানমারে সরকারি নির্দেশে সামরিক বাহিনী কর্তৃক নির্বিচারে গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ঠাকুরগাঁও জেলার উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বাসদ (মার্কসবাদী) ঠাকুরগাঁও জেলার সমন্বয়ক মাহবুব আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমরেড ভবতোস, বিশ্বজিৎ, শ্রমিক অধিকার আন্দোলনের নেতা শাহাজাহান মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অতীতের ধারাবাহিকতায় মিয়ানমার সরকারের রোহিঙ্গা নিধনের বর্তমান কর্মকাণ্ড কেবল অমানবিকই নয়, সভ্যতা ও আইনের শাসনের পরিপন্থী।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান এবং বাংলাদেশ সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন নেতারা।



রাইজিংবিডি/ঠাকুরগাঁও/৭ সেপ্টেম্বর ২০১৭/তানভীর হাসান তানু/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়