ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে গাজীপুরে মহাসমাবেশ

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ১৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা হত্যার প্রতিবাদে গাজীপুরে মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলিম নারী-পুরুষ-শিশুদের হত্যার প্রতিবাদে এবং জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে গাজীপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে গাজীপুর শহরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।গাজীপুর জেলা ওলামা-মাশায়েখ ও সর্বস্তরের জনতার উদ্যোগে আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।

গাজীপুর ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহর সভাপতি আল্লামা আশেকে মোস্তফার সভাপতিত্বে মহাসমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্, শায়েখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, বি-বাড়িয়া দারুল আরকাম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি শাইখ সাজিদুর রহমান, মুফতি নেয়ামাতুল্লাহ্ আল-ফরিদী, মুফতি লেহাজুদ্দীন ভূইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, মাওলানা মুনির আহমাদ খান, মাওলানা হাবীবুর রহমান মিয়াজী প্রমুখ।



রাইজিংবিডি/ গাজীপুর /১৮ সেপ্টেম্বর ২০১৭/ হাসমত আলী/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ