ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে আশাবাদী তোফায়েল

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ১৯ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে আশাবাদী তোফায়েল

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : বাংলা‌দে‌শে আশ্রয় নেওয়া রো‌হিঙ্গা‌দের মিয়ানমা‌রে ফেরা‌নো অ‌নেক ক‌ঠিন কাজ হ‌লেও ফেরাতে পার‌বেন ব‌লে আশাবাদ ব্যক্ত ক‌রে‌ছেন বা‌ণিজ্যমন্ত্রী তোফায়েল আহ‌মেদ এম‌পি।

‌রোববার দুপু‌রে স‌চিবাল‌য়ে ব্রাজিলের রাষ্ট্রদূত জও তাবাজোরা ডি অলিভেইরা জুনিয়রের স‌ঙ্গে বৈঠকের পর সাংবা‌দিক‌দের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী ব‌লেন, ‘মিয়ানমার নিয়ে চীন, ভারত ও রাশিয়ার স্বার্থ আছে বলেই তারা রোহিঙ্গাদের মিয়ানমা‌রে ফিরিয়ে নেওয়ার পক্ষে জাতিসংঘে ভোট দেয়নি। বর্তমা‌নে ক‌ঠিন হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্ত‌রিকতা ও কুটনৈ‌তিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সংস্থাগু‌লোর সা‌র্বিক সহ‌যো‌গিতায় রো‌হিঙ্গা‌দেরকে তা‌দের দেশে ফেরত পাঠা‌তে পার‌ব ব‌লে আশা কর‌ছি।’

রো‌হিঙ্গা ইস্যুতে রাজনী‌তি না করার জন্য বিএন‌পির প্র‌তি আহ্বান জানান তোফায়েল আহমেদ। এ ইস্যু‌তে দল‌টির সমালোচনা ক‌রে তি‌নি ব‌লেন, ‘রোহিঙ্গাদের বিষয়ে বিএন‌পির উ‌চিত প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করা। কিন্তু তারা তা না ক‌রে উ‌ল্টো বি‌রো‌ধিতা কর‌ছে।’

তোফা‌য়েল আহ‌মেদ ব‌লেন, ‘বিএন‌পি বিরোধীতার খাতিরে সব কিছু নিয়েই বিরো‌ধিতা করে। ‌এমন ছোট মন নিয়ে রাজনীতি করে তারা কখনো সফল হতে পারবে না।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার নি‌য়ে বিএন‌পির বি‌রো‌ধিতার তীব্র সমালোচনা করেন তোফা‌য়েল আহ‌মেদ। তি‌নি ব‌লেন, ‘বঙ্গবন্ধুর এই ভাষণ এক সময় এই দেশে নিষিদ্ধ করেছিল ফখরুলরা। আমরা এই ভাষণ প্রচার করতে পারিনি, মাইক কেড়ে নেওয়া হত। এক সময় পাকিস্তান নি‌ষিদ্ধ কর‌ছিল, প‌রে নি‌ষিদ্ধ ক‌রে ফখরুলরা।’

৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐহিত্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ ডাকা হয়, তাতে মানুষকে যোগ দিতে বাধ্য করা হয়েছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমা‌লোচনা ক‌রেন তোফায়েল। তিনি বলেন, ‘শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক কমিটি আয়োজিত সমাবেশ হয়েছে। ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় দেশের নাগরিক সমাজ এ সভার আয়োজন করে। কিন্তু এ সভাকেও মির্জা ফখরুলরা ছোট করে দে‌খে‌ছে। বিএনপি মহাসচিব অবশ্য বলেছিলেন, ৭ মার্চের ভষণের স্বীকৃতি আনন্দের। এতটুকুই তিনি বলেছেন। কিন্তু এতটুকু বলতেও তার খুব কষ্ট হয়েছে। কারণ, এই ফখরুলরাই তো তারা, যারা ৭ মার্চের ভাষণকে নিষিদ্ধ করেছিল।’

এর আ‌গে স‌চিবাল‌য়ে বাণিজ্যমন্ত্রীর স‌ঙ্গে তার কার্যাল‌য়ে সাক্ষাত ক‌রেন ব্রাজিলের রাষ্ট্রদূত জও তাবাজোরা ডি অলিভেইরা জুনিয়র। বাংলা‌দেশ ও ব্রা‌জি‌লের মধ্যে বাণিজ্যসহ দ্বিপা‌ক্ষিক বিষয় নি‌য়ে তারা আ‌লোচনা করেন।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৯ ন‌ভেম্বর ২০১৭/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়