ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

র‌্যাব-পুলিশের অভিযানে দস্যু বাহিনীর প্রধান নিহত

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ১০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
র‌্যাব-পুলিশের অভিযানে দস্যু বাহিনীর প্রধান নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা : সুন্দরবনে র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে জলদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল ইসলাম নিহত হয়েছে।

শনিবার দুপুরে খুলনার পাইকগাছা উপজেলা সংলগ্ন সুন্দরবনের হড্ডা খালে এই ঘটনা ঘটে।

খুলনা র‌্যাব ৬-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি একনলা বন্দুক, একটি পয়েন্ট টু টু বোর এয়ার গান, একটি দেশি পাইপ গান ও শর্টগানের ২৭ রাউন্ড গুলি, ১৫ রাউন্ড পয়েন্ট টু টু বোর রাইফেলের গুলি, পাঁচটি গুলির খোসা এবং একটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

খুলনা র‌্যাব-৬ এর লেফটেন্যান্ট এ এম এম জাহিদুল কবীর জানান, সুন্দরবনের হড্ডা খাল এলাকায় জলদস্যু রবিউল বাহিনীর সদস্যরা অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে র‌্যাব ও পাইকগাছা থানা পুলিশের যৌথ টিম ওই এলাকা ঘেরাও করে অভিযান চালায়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ে বাহিনী প্রধান রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

তার লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।



রাইজিংবিডি/খুলনা/১০ জুন ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়