ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

র‍্যাঙ্কিং নিয়ে ভাবনা নেই মাশরাফির

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
র‍্যাঙ্কিং নিয়ে ভাবনা নেই মাশরাফির

মাশরাফি বিন মুর্তজা

ক্রীড়া প্রতিবেদক, ডাম্বুলা থেকে : র‍্যাঙ্কিং নিয়ে কোনো প্রশ্ন করলে বরাবরই বিরক্ত হন মাশরাফি বিন মুর্তজা! একাধিকবার মাশরাফি জানিয়েছেন, র‍্যাঙ্কিং নিয়ে মাথা ঘামানোর সময় বাংলাদেশের ক্রিকেটে এখনো আসেনি। এখন টিম বাংলাদেশের মূল লক্ষ্য ও উদ্দেশ্য এবং পূর্ণ মনোযোগ থাকা উচিত মাঠের ক্রিকেটে।’

বারবার একই উত্তর শোনার পরও শুক্রবার মাশরাফির সামনে আবার একই প্রশ্ন। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠবে বাংলাদেশ। তবে ‍উল্টো নিজেরা হোয়াইটওয়াশ হলে সাত থেকে আটে নেমে যেতে হবে!

র‍্যাঙ্কিং নিয়ে মাশরাফির সোজাসাপটা জবাব, ‘র‍্যাঙ্কিংয়ের চিন্তা করে মাঠে নামলে চাপ বাড়বে। এখন সবাই খেলা উপভোগ করছে। দীর্ঘদিন দেশের বাইরে ওয়ানডে না খেলার পর আমরা নিউজিল্যান্ডে তিনটি খেলে তিনটিই হেরেছি। সুতরাং এখানে আমাদের ভালো খেলতে হবে। র‍্যাঙ্কিং নিয়ে ভাবলে চাপ বাড়বে। তখন স্বাভাবিক খেলা কঠিন হবে। আমরা যদি স্বাভাবিক খেলা খেলি, যেভাবে সাতে এসেছি, ঠিক সেভাবেই ছয়ে ওঠা সম্ভব হবে।’



রাইজিংবিডি/ডাম্বুলা (শ্রীলঙ্কা)/২৪ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়