ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

লক্ষ্য পূরণ না হওয়ায় কর্মীদের অদ্ভুত শাস্তি

শাহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লক্ষ্য পূরণ না হওয়ায় কর্মীদের অদ্ভুত শাস্তি

শাহিদুল ইসলাম : প্রতিটি প্রতিষ্ঠানই একটি নির্দিষ্ট লক্ষ্য মেনে কাজ করে। এ জন্য কর্মীদেরও লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয়। সেগুলো পূরণ না হলে কর্মীদের বিভিন্ন দণ্ডের মুখোমুখি হওয়ার নজিরও দেখা যায়।

তবে চীনের একটি পণ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠান লক্ষ্য পূরণ না হওয়ায় তাদের ছয় কর্মীকে অদ্ভুত সাজা দিয়েছে। এই ঘটনা ব্যাপক সমালোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

চীনের সানডং প্রদেশের এই প্রতিষ্ঠানটি বিক্রয় বিভাগের ছয় কর্মীকে একটি লক্ষ্য বেঁধে দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ওই কর্মীরা লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। ফলে শাস্তিস্বরূপ তাদের সবাইকে রাস্তায় হামাগুড়ি দিয়ে চলতে বলা হয়। চাকরি হারানোর ভয়ে ব্যস্ত রাস্তায় নেমে পড়ে কর্মীরা। হামাগুড়ি দিয়ে চলন্ত গাড়ির সাথে তারাও চলতে থাকে। এই দৃশ্য পর্যবেক্ষণ করতে থাকে প্রতিষ্ঠানটির আরেক কর্মকর্তা।

কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়ে। পুলিশ এসে এই অপমানজনক কাজ থেকে তাদের বিরত করে। গ্রেপ্তার করে নিয়ে যায় ওই কর্মকর্তাকে। কর্মীদের এই অপমানজনক শাস্তির জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পুলিশ মানহানির মামলা করেছে।



রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৯/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়