ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লন্ডনে অগ্নিকাণ্ড : রোববার হোসনা ও তার মায়ের দাফন

হোসাইন আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লন্ডনে অগ্নিকাণ্ড : রোববার হোসনা ও তার মায়ের দাফন

মৌলভীবাজার প্রতিনিধি : লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মৌলভীবাজারের হোসনা ও তার মায়ের জানাজা আগামীকাল রোববার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজা শেষে হেনল্টের গার্ডেন অব পিসে পরিবারের সিদ্ধান্তে তাদের লাশ দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজের ১৫ দিন পর গত বৃহস্পতিবার হোসনা ও তার মায়ের লাশ শনাক্ত করা হয়। দাঁতের ডিএনএ পরীক্ষা করে মা-মেয়ের লাশ শনাক্ত হয় এবং  গতকাল পরিবারের কাছে লাশ হস্তান্তর করে কর্তৃপক্ষ।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কমরু মিয়ার পরিবারের পাঁচ সদস্যের মধ্যে হোসনার বাবা কমরু মিয়া, ভাই আব্দুল হামিদ ও আব্দুল হানিফের লাশের এখনো কোনো সন্ধান পায়নি পরিবার। 

কমরু মিয়ার নিকটাত্মীয় মৌলভীবাজারের প্রবীণ সাংবাদিক এম এ মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, লন্ডনের গ্রেনফেল ভবনের ১৭ তলার ১৪৪ নম্বর ফ্ল্যাটে কমরু মিয়া পরিবার নিয়ে থাকতেন। ভবনে স্থানীয় সময় ১৩ জুন রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার পর থেকে কমরু মিয়া, স্ত্রী রাজিয়া বেগম, ছেলে আব্দুল হামিদ (৩২) ও আব্দুল হানিফ (২৫) এবং মেয়ে হোসনা আক্তার তানিমা (২০)  নিখোঁজ হন।



রাইজিংবিডি/মৌলভীবাজার/ ১ জুলাই ২০১৭/হোসাইন আহমদ/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়