ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লভ্যাংশ ঘোষণা করবে উত্তরা ফিন্যান্স

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৬, ২২ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লভ্যাংশ ঘোষণা করবে উত্তরা ফিন্যান্স

অর্থনৈতিক প্রতিবেদক : বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

এতে ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডা অনুমোদন করা হতে পারে জানা গেছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এই এজিএম অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ১২ এপ্রিল।

২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে উত্তরা ফিন্যান্সের পরিচালনা পর্ষদ। গেল হিসাব বছরে আর্থিক প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৪ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ৪৫ টাকা ৪৯ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২ টাকা ২৪ পয়সা ইপিএস দেখিয়েছে উত্তরা ফিন্যান্স। আগের বছর একই সময় যা ছিল ২ টাকা ১ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ৪৭ টাকা ৭৩ পয়সা।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্যও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় উত্তরা ফিন্যান্স। ২০১৪ সালের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা। তখন ইপিএস ছিল ১ টাকা ৫৫ পয়সা।




রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৭/আশিক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়