ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লাকী আখন্দের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ২২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাকী আখন্দের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আখন্দের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘স্বনামধন্য কণ্ঠশিল্পী লাকী আখন্দের মৃত্যুতে দেশের সঙ্গীতপ্রিয় মানুষের মতো আমিও গভীরভাবে সমব্যথী।’

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি... রাজিউন)।

খালেদা জিয়া বলেন, ‘লাকী আখন্দ ছিলেন দেশের জনপ্রিয় ও গুণী কণ্ঠশিল্পীদের অন্যতম। বহুমুখী প্রতিভার অধিকারী লাকী আখন্দ সঙ্গীতাঙ্গনে যে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তা এক নতুন মাত্রা পেয়েছিল। অসংখ্য জনপ্রিয় গানের জন্য সঙ্গীতানুরাগীদের হৃদয়ে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।’

একাত্তরে মুক্তিযুদ্ধে প্রয়াত এই শিল্পীর অবদান তুলে ধরে বিএনপি নেত্রী বলেন, ’৭১-এর রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হিসেবেও তার অবদান দেশের মানুষ কখনোই বিস্মৃত হবে না। তার মৃত্যুতে দেশ হারালো সঙ্গীতজগতের এক প্রতিভাবান গুণী শিল্পীকে, যার অভাব সহজে পূরণ হবার নয়।

মরহুম লাকী আখন্দের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকাহত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন।

অপর এক শোকবাণীতে লাকী আখন্দের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়