ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি

মোয়াজ্জেম হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১৫ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিস্তা নদী, ধরলা নদী, সানিয়াজান নদী ও রত্নাই নদীর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে।

রংপুরের পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আনিমুর রশিদ জানান, আজ মঙ্গলবার সকাল ৬টায় পর পানি বিদৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুপুর ৩টায় এবং সন্ধ্যা ৬টায় পর্যবেক্ষণে একই চিত্র দেখা গেছে।

এতে জেলার পাঁচটি উপজেলার ৩৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অনেক স্থান থেকে পানি কমতে শুরু করেছে।   

বন্যায় জেলায় চার শতাধিক গৃহহীন পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। ৯৭টি আশ্রয় কেন্দ্রে ৯ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এ সব লোকের মাঝে বিশুদ্ধ পানি ও টয়লেট না থাকায় মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

লালমনিরহাটের বন্যাকবলিত এলাকার দুর্গত লোকজনের মধ্যে বিজিবি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আরডিআরএস বাংলাদেশ ত্রাণ বিতরণ করছে।

লালমনিরহাট-বুড়িমারী-রংপুর, লালমনিরহাট-কাউনিয়া-কুড়িগ্রাম এবং ঠাঁকুরগাও-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল চালু হয়নি। রেলওয়ের রাজশাহী বিভাগীয় প্রধান প্রকৌশলী রমজান আলী বন্যায় ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেছেন।  

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার নাজমুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত রেল লাইন দ্রুত সংস্কার করে ট্রেন চালু করার চেষ্টা চলছে।



রাইজিংবিডি/লালমনিরহাট/১৫ আগস্ট ২০১৭/মোয়াজ্জেম হোসেন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়