ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লাশবাহী বিমান ঢাকায়

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাশবাহী বিমান ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মরদেহ ঢাকায় এসেছে। সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে লাশবাহী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বিকেলে নিহতদের স্বজনদের বহনকারী বিমান বাহিনীর বিশেষ বিমান ঢাকায় পৌঁছায়। লাশগুলো বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের করে আর্মি স্টেডিয়ামে নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে লাশ আসার খবরে দুপুরের পর থেকেই নিহতদের স্বজনরা বিমানবন্দরে অপেক্ষা করতে থাকেন। তবে তাদের নিয়মতান্ত্রিকভাবে লাশ বুঝে নিতে বিমান কর্মকর্তারা অনুরোধ করছেন। আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বিকেল সোয়া ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশগুলো বিমানে ছিল।



উল্লেখ্য, নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে ২৩ বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়। বিমান বিধ্বস্তের পাঁচ দিন পর ফরেনসিক পরীক্ষা শেষে এসব মরদেহ সেখানে উপস্থিত স্বজনদের দেখানো হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়