ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লিট ফেস্টে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক গ্রাফিক নভেল ‘মুজিব’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১৬ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিট ফেস্টে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক গ্রাফিক নভেল ‘মুজিব’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা লিট ফেস্টের উদ্বোধনী মঞ্চে উন্মোচিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক গ্রাফিক নভেল ‘মুজিব’।

বৃহস্পতিবার বাংলা একাডেমির আব্দুল করীম সাহিত্য বিশারদ মিলনায়তনে  লিট ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরিয়ার কবি আদোনিস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। আরো উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক কাজী আনিস, সাদাফ সায্ ও আহসান আকবার এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

বইটি প্রকাশ করেছে ঢাকা ট্রানস্লেশন সেন্টার। লিট ফেস্টে বইটি পাওয়া যাচ্ছে।




রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৭/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়