ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লোকালয়ে বাঘ, মাইকিং করে সতর্ক

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ১৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লোকালয়ে বাঘ, মাইকিং করে সতর্ক

ফাইল ফটো

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের শরণখোলা উপজেলার গ্রামে রয়েল বেঙ্গল টাইগার ঢুকে পড়ার খবরে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

বন বিভাগ জানায়, বৃহস্পতিবার ভোরে শরণখোলা উপজেলার দক্ষিণ সোনাতলা গ্রামের অহিদুল, ছায়েদ বয়াতী ও কবীর বয়াতী সুন্দরবনে মাছ আহরণে যাচ্ছিলেন। এ সময় পানিরঘাট ফরেস্ট টহল ফাঁড়ির অপরপাড়ে নদীর চরে লোকালয়ের ছইলাবাগানে একটি বাঘকে হাঁটতে দেখে তারা ভয় পেয়ে ফিরে আসেন। তাৎক্ষণিক এলাকার মসজিদ থেকে মাইকিং করে গ্রামে বাঘ আসার খবর জানিয়ে জনসাধারণকে সাবধান করে দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ (এসিএফ) কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, ভোলা নদী পার হয়ে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে বনরক্ষীরা পানিরঘাট এলাকায় গিয়ে নদীরচরে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছে। জনসাধারণকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বনরক্ষীরা বিষয়টির দিকে নজর রাখছে।




রাইজিংবিডি/বাগেরহাট/১৭ জানুয়ারি ২০১৯/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়