ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জিপিএ-৫ পেয়েছে ৮৭ শতাংশ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ৩০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিপিএ-৫ পেয়েছে ৮৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক শিক্ষা সমাপনীতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করেছে মাত্র দুজন। প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ৮৭.৬৬ শতাংশ। অন্যদিকে জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৮৭.০৭ শতাংশ।

শনিবার এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম।

তিনি বলেন, এবার প্রাথমিক সমাপনী ও জেএসসিতে আমাদের মোট পরিক্ষার্থী ছিল ৪ হাজার ৫৯৮ জন। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৭৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৯৪ জন। মোট ৮৭. ৬৬ শতাংশ। জেএসসিতে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ হাজার ৮৬৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬২৬ জন। মোট ৮৭.০৭ শতাংশ।

ড. শাহান আরা বলেন, ‘অন্যান্য বছরের মতো এবারো আমাদের স্কুলের ফলাফল ভালো হয়েছে। মূলত শিক্ষার্থীদের নিয়মিত গাইডলাইন, অভিভাবকদের প্রচেষ্টা, শিক্ষকদের নিয়মিত তদারকি সব মিলিয়ে অতীতের স্বাক্ষর বজায় রেখেছে আমাদের প্রতিষ্ঠান। ভালো ফলাফলের পেছনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার অবদান রয়েছে। এজন্য আমরা সবার প্রতি চির কৃতজ্ঞ।’



রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৭/ইয়ামিন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়